সংবাদ প্রতিনিধি,, বিশালগড়,, ৪ মার্চ,,
সামান্য বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারপিটে আহত হয়েছেন তিনজন। ঘটনা কমলাসাগর বিধানসভার মিয়াপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় ফোনে কথা কাটাকাটির মধ্যে ঝামেলার সূত্রপাত হয় লিটন মিয়া এবং হানিফ মিয়ার মধ্যে। মোবাইলের সেই ঝামেলা কিছুক্ষণের মধ্যেই সামনাসামনি মারপিটের ঘটনায় পরিণত হয়। ছয়জনের সঙ্গবদ্ধ আক্রমণে গুরুতর আহত হন তিনজন। ঘটনার বিবরণে জানা যায় রবিবার দুপুরবেলা সামান্য একটি বিষয়কে নিয়ে লিটন মিয়া এবং হানিফের মধ্যে তর্ক বিতর্ক হয় মোবাইলের মধ্যে।মোবাইলে বিতর্ক হওয়ার পর হানিফ মিয়া উত্তেজিত হয়ে তার কয়েকজন ভাই এবং শ্যালককে নিয়ে স্থানীয় এক দোকানে গিয়ে লিটন মিয়াকে ধরে মারধর শুরু করে। লিটন মিয়াকে বাঁচাতে গেলে আক্রান্ত হয় কাজল মিয়া এবং শফিক মিয়া। একটা সময় পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করে। হানিফ মিয়ার বাড়ি থেকে কুদ্দুস মিয়া, হারুন বাদশা, হিরন বাদশা, শিমুল বাদশা এবং হানিফ মিয়ার বাংলাদেশী শ্যালক ইমন মিয়া ধারালো অস্ত্র এবং লাঠি দিয়ে লিটন মিয়া, কাজল মিয়া এবং শহীদ মিয়ার উপর আক্রমণ চালায়। এই আক্রমনে লিটন মিয়া এবং কাজল মিয়ার মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত আসে। পরবর্তীকালে আহতদের মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। তাদের অবস্থা গুরুতর হওয়াই হাপানিয়া হাসপাতাল রেফার করা হয়। এদিকে আক্রান্ত পরিবারের পক্ষ থেকে ছয় জনের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে । যদিও সোমবার পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতারের কোন খবর পাওয়া যায়নি।
Recent Comments