প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৮ জুন,,
আরবি জিলহজ মাসের ১০ তারিখের হিসেবে আগামী ১৭ জুন ভারতবর্ষে পালিত হবে ঈদুল আযহা তথা কুরবানীর ঈদ। ১৭ জুন সোমবার ভারতবর্ষে ঈদ পালনের কথাটি জানিয়েছেন রাজ্য জমিয়ত উলেমায়ে হিন্দের সভাপতি মুফতি তৈয়ীবুর রহমান। শুক্রবার রাতে রহমান সাহেব জানান ভারতের আকাশে জিলহজ মাসের ঈদের চাঁদ দেখা গেছে। সর্বসম্মতিক্রমে দেশে ১৭ জুন সোমবার ঈদুল আযহা পালিত হবে। গোটা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও এদিন ঈদুল আযহা পালিত হবে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একদিন আগে ১৬ জুন ঈদুল আযহা হবে। প্রসঙ্গত ‘ঈদ’ হলো আনন্দ এবং ‘আযহা’ হল কুরবানী বা কোন কিছু আল্লাহর নামে উৎসর্গ করা। নিজের প্রিয় জীবজন্তু আল্লাহর নামে উৎসর্গ করার মধ্য দিয়ে যে শান্তির প্রাপ্তি এবং আনন্দ তার জন্যই কুরবানী ঈদ। মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ এই ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে গোটা দেশের সাথে রাজ্যেও উৎসাহ রয়েছে। ঈদকে সামনে রেখে কুরবানীর পশু ক্রয় করার জন্য বিভিন্ন পশু বাজার গুলোতে ধর্মপ্রাণদের ভিড় ক্রমশ বাড়ছে বলে খবর।
Recent Comments