সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,
শুক্রবার সকালে মৃদু ভূকম্পনে কেপে উঠল ভারতের উত্তর পূর্বাঞ্চল সহ বাংলাদেশের কিছু অংশ। রিক্টার স্কেলে ভূ কোম্পনের তীব্রতা ছিল ৪.৮। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার সকাল স্থানীয় সময় ১০ টা ১৬ মিনিট ৫৫ সেকেন্ডে এই ভূ কম্পন হয়। বাংলাদেশের সিলেট গোপালগঞ্জ অঞ্চলে মাটির ৭০ কিলোমিটার নিচে ছিল ভূ-কম্পনের উৎপত্তিস্থল।
আগরতলায় ভূ কোম্পনের ঝাঁকুনি অনুভূব করা গেছে। তবে খবর লেখা পর্যন্ত ভূকম্পনে কোথাও কোনো ক্ষয়ক্ষতীর খবর নেই।
Recent Comments