Monday, December 23, 2024
Google search engine
Homeআন্তর্জাতিক সংবাদমুসলিমদের দায়িত্ব প্রতিবেশীদের রক্ষা করা; বাংলাদেশে হিন্দু নির্যাতনের নিন্দা জমিয়ত উলামায়ে হিন্দের।

মুসলিমদের দায়িত্ব প্রতিবেশীদের রক্ষা করা; বাংলাদেশে হিন্দু নির্যাতনের নিন্দা জমিয়ত উলামায়ে হিন্দের।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১২ আগস্ট,,

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের ঘটনায় এবার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানালো ভারতের অন্যতম মুসলিম সামাজিক এবং ধর্মীয় সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দ। জমিয়ত উলামায়ে হিন্দের ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি মুফতি তৈয়িবুর রহমান পৃথক পৃথকভাবে প্রেস বিবৃতি এবং ভিডিও বার্তায় বাংলাদেশের ঘটনার নিন্দা জানিয়েছেন।

মুফতি তৈয়িবুর রহমান বলেন ৫ আগস্ট ২০২৪ বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর সে দেশে অস্থিরতা তৈরি হয়েছে। সেই অস্থিরতার মধ্যে সে দেশের সংখ্যালঘু হিন্দু সহ অন্যান্যদের উপর হামলা হুজ্জতির অভিযোগ রয়েছে। বিশেষভাবে বাংলাদেশে কিছু পুলিশ কর্মীকে এবং সাংবাদিককে নৃশংসভাবে হত্যার অভিযোগ রয়েছে। বিভিন্ন স্থানে সংখ্যালঘু হিন্দুদের বাড়ি ঘরে ঢুকে লুটপাট এবং অগ্নি সংযোগের অভিযোগ উঠে আসছে। অভিযোগ রয়েছে কিছু মন্দিরে হামলার। সেখানকার সংখ্যাগুরু মুসলিম, মাদ্রাসার ছাত্র-ছাত্রী, এবং আলেমরা মাঠে নেমে সংখ্যালঘু বাড়িঘর, সম্পত্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষায় সচেষ্ট হয়েছেন। কিন্তু তারপরও বিক্ষিপ্তভাবে স্বার্থান্বেষী মহলের দ্বারা সংখ্যালঘুদের উপর আক্রমণের অভিযোগ জারি রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন জমিয়ত উলামায়ে হিন্দ এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা জানায়।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

আমরা চাই বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত হোক। মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব আমাদের প্রতিবেশীদের সুখে-দুখে অংশীদার হওয়া এবং তাদের অধিকার সুনিশ্চিত করা। তিনি বাংলাদেশে মুসলিমদের আহ্বান রাখেন তাদের প্রতিবেশী সংখ্যালঘুদের নিরাপত্তা এবং অধিকার সুনিশ্চিত রাখার। মুফতি তৈয়িবুর রহমান বলেন “আমরা চাই বাংলাদেশে একজন সংখ্যালঘু নাগরিকও যাতে কোন ধরনের ধর্মীয় বিভেদ এবং হামলার শিকার না হয়।” বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিটি ঘটনা সুষ্ঠু তদন্তক্রমে বিচার করা সহ তাদের অধিকার ফিরিয়ে দিতে সেই দেশের অন্তর্বর্তী কালীন সরকারের কাছে দাবি রেখেছে ত্রিপুরার জমিয়ত উলামায়ে হিন্দ। একইভাবে বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে অনেকে পরিকল্পিতভাবে সামাজিক মাধ্যমে পুরানো ছবি এবং ভিডিও ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন,চেষ্টা হচ্ছে রাজ্যের এবং দেশের শান্তি সম্প্রীতির পরিবেশকে নষ্ট করার। সেই সব ঘটনার নিন্দা জানিয়ে এবং পুলিশ প্রশাসনকে এই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার আবেদন জানান। প্রসঙ্গত বাংলাদেশে যখন সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনে একতরফা মুসলিম মৌলবাদীদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে তখন ভারতের অন্যতম জমিয়ত উলামায়ে হিন্দের রাজ্য শাখার এই বিবৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে তথ্যবিজ্ঞ মহলের দাবি।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments