প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৫ ডিসেম্বর,,
মহারাষ্ট্রের মুম্বাইয়ে নির্মাণ হবে উন্নত মানের ত্রিপুরা ভবন। মহারাষ্ট্রে নব নির্বাচিত মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বৃহস্পতিবার মুম্বাইয়ের ত্রিপুরা ভবনের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। সেখানে মুখ্যমন্ত্রী ত্রিপুরার ভবনের প্রস্তাবিত নকশা খতিয়ে দেখেন। পরবর্তীকালে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে ১০০ কোটি টাকার প্রাথমিক বরাদ্দ দেওয়া হয়েছে মুম্বাইয়ের ত্রিপুরা ভবনের জন্য। চিকিৎসা এবং বিভিন্ন কাজে মুম্বাইয়ে যাওয়া ত্রিপুরা বাসীদের জন্য এই ত্রিপুরা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)
মুখ্যমন্ত্রী বলেন মুম্বাইয়ের খ্যাতনামা টাটা ক্যান্সার হাসপাতালের কাছাকাছি রয়েছে এই ত্রিপুরা ভবন। উত্তর পূর্বাঞ্চলের আরো কয়েক রাজ্যের সরকারি ভবনের জায়গা রয়েছে এই নির্ধারিত ত্রিপুরা ভবনের জায়গার আশেপাশে। খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু হতে পারে বলে জানা গেছে।
Recent Comments