আগরতলা,, ১৬ মার্চ,,,
প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে পরাজিত হলেও ৬ আগরতলার মাটি কামড়ে থাকতে চাইছেন বিজেপি সম্পাদিকা পাপিয়া দত্ত। এলাকার নাগরিকদের পাশে থেকে সুখ দুঃখের খবর রেখেই তিনি আগামী দিনের জন্য নিজেকে প্রস্তুত করতে চাইছেন। পাপিয়া দত্তের সহযোগী হিসেবে রয়েছেন ৬ আগরতলা মন্ডল সম্পাদক বিশ্বজিৎ রায় এবং মন্ডল সভাপতি হীরালাল দেবনাথ। মন্ডল নেতৃত্ব ভোটের পরাজয়ের পরও এলাকাতে চসে বেড়াচ্ছেন। ভোট পরবর্তী হিংসা রুখতে এলাকার মানুষদের বাড়ি ঘরে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং তাদেরকে সহযোগিতার আশ্বাস দিচ্ছেন। শুধু নাগরিকদের প্রতিশ্রুতি দেওয়াই নয়। কংগ্রেস বিধায়কের এলাকাতে কোনভাবেই যাতে উন্নয়ন পিছিয়ে না পড়ে তার জন্য ৬ আগরতলা মন্ডল কমিটি বুধবার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভার প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পাপিয়া দত্ত সহ মণ্ডল কমিটির দলে ছিলেন সভাপতি হীরালাল দেবনাথ এবং মন্ডল সম্পাদক বিশ্বজিৎ রায়। তারা এদিন প্রথমে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরবর্তীকালে মন্ত্রী রতন লাল নাথ,সুশান্ত চৌধুরী, এবং টিংকু রায়ের সাথে দেখা করে শুভেচ্ছা জানান।
Recent Comments