প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১ নভেম্বর,,
দীপাবলীর উৎসব পরিক্রমায় বের হয়ে রাজ্যের পুলিশ ব্যবস্থা সহ মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রশংসা করলেন ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন। বৃহস্পতিবার আমতলী থানায় পুলিশের উদ্যোগে আয়োজিত কালী পূজা এবং দীপাবলি উৎসবে সপরিবার উপস্থিত ছিলেন পুলিশ মহা নির্দেশক অমিতাভ রঞ্জন। সেখানে সাংবাদিকরা তাকে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ মহা নির্দেশক অমিতাভ রঞ্জন বলেন গত দুই বছর যাবত রাজ্যে আইনশৃঙ্খলা যথেষ্ট উন্নত রয়েছে। বিশেষত এই দুর্গাপূজা , কালী পূজার সহ দেওয়ালীর উৎসবকে কেন্দ্র করে রাজ্য কোন বড় ধরনের ঘটনা নেই।
একইভাবে তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশ ভাল কাজ করছে । পুলিশ কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে। এর মধ্যে মুখ্যমন্ত্রী দীপাবলীর আগে যেভাবে প্রথমে টিএসআর কে এবং পরবর্তীকালে পুলিশকে অতিরিক্ত সুযোগ সুবিধা প্রদান করেছেন তাতে পুলিশ মহল খুশি এবং উৎসাহিত রয়েছে। পুলিশ মহা নির্দেশক বলেন আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার ক্ষেত্রে পুলিশের প্রত্যেক সদস্যের অবদান রয়েছে। দীপাবলি উপলক্ষে তিনি রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
Recent Comments