আগরতলা,, ২০ অক্টোবর,,
রবিবার ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানের নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী নেতৃত্বে বড়দোয়ালী কেন্দ্রের রামনগর-১ এলাকায় বাড়ি বাড়ি বিজেপির সদস্য পদ অভিযান চলে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অভিযানে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা গেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মেয়র দীপক মজুমদারকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি যান এবং বিভিন্ন বয়সের নাগরিকদের সদস্য পদ গ্রহণ করান। বিজেপির দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে আমাদের রাজ্যেও এই সদস্যপদ অভিযান চলছে। এই অভিযানে নাগরিকরা স্বতঃস্ফূর্ত ভাবে ভাজপা পরিবারে সামিল হচ্ছেন।
Recent Comments