সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ৯ জুন,,,
চতুদ্দশ দেবতার পুণ্যভূমি হিসেবে পরিচিত খয়েরপুরের উন্নয়নে ঢালাও প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্রে এবং রাজ্য সরকার। খয়েরপুরের মানুষ যা কোনদিন স্বপ্নেও কল্পনা করেননি সেই সমস্ত উন্নয়ন বিজেপি জোট জমানায় তারা চোখে দেখতে পারছেন। কেন্দ্রের বিজেপি সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিজেপি জোট জামানায় খয়েরপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরে একথা বলেন প্রাক্তন অধ্যক্ষ এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। পুরাতন আগরতলা ব্লক অফিস চত্বরে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক সহ পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বিশ্বজিৎ শীল। সাংবাদিক সম্মেলনে বিধায়ক শ্রী চক্রবর্তী বিজেপি সরকারের ৯ বছরে খয়েরপুর সহ গোটা রাজ্যে ব্যাপক হারে রাস্তাঘাটের উন্নয়ন , প্রতি বাড়িতে শৌচালয় নির্মাণ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহ নির্মাণ, রেলওয়ে ওভার ব্রিজ নির্মাণ সহ বিভিন্ন প্রকল্পের তথ্য তুলে ধরেন। পাশাপাশি খয়েরপুরে আগামী দিনে কি কি প্রকল্প তৈরি হওয়ার কাজ চলছে তা নিয়েও কথা বলেন বিধায়ক রতন চক্রবর্তী। তিনি বলেন খয়েরপুরের উন্নতির অঙ্গ হিসেবে বোধজঙনগরে তৈরি হচ্ছে ১০০ সজ্জা বিশিষ্ট ই এস আই হাসপাতাল। তৈরি হবে আদালত, মেখলি পাড়া চা বাগানে লগ হাউস সহ চতুদ্দশ দেবতার মন্দিরকে কেন্দ্র করে পর্যটন হাব । তৈরি হবে বিদ্যুৎ সাবস্টেশন, একাধিক বহুতল স্কুলবাড়ি , উন্নতমানের ব্রিজ সহ বহু কিছু। এই উন্নতির ধারা অব্যাহত রাখতে এলাকার নাগরিকদের সমর্থনের জন্য তিনি তাদের ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে আগামী দিনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক খায়েরপুরের বিভিন্ন এলাকায় জনসম্পর্ক অভিযানে নামবেন বলেও বিধায়ক রতন চক্রবর্তী জানিয়েছেন।
Recent Comments