প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৫ জুলাই,,
মানব পাচার কান্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করলো আমতলী থানার পুলিশ।ধৃত দুই জনের নাম মোবারক মিয়া এবং মহাব্বর মিয়া। আমতলী থানাধীন বেলাবর সীমান্ত এলাকা থেকে পুলিশ বৃহস্পতিবার তাদের দুজনকে গ্রেফতার করেছে। আমতলী মহকুমা পুলিশ আধিকারিক জানান তাদের গত ১৬ জুলাই আমতলী থানা এলাকায় দুই বাংলাদেশি নাগরিক ধরা পড়ার পর মামলার তদন্ত করতে গিয়ে তাদের দুজনের নাম উঠে আসে। এরপর থেকে পুলিশ তাদের খোঁজ শুরু করলেও তারা পলাতক ছিল।অবশেষে গোপন খবরের ভিত্তিতে বুধবার রাতে সীমান্তবর্তী এলাকা থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে আগরতলা জিআরপি থানার পুলিশ বুধবার রাতে মানব পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে জয়নগর বর্ডার গোল চক্কর এলাকা থেকে এক বাংলাদেশীকে গ্রেফতার করে। ধৃতের নাম আনিকুল শেখ(৪২)। তার বাড়ি বাংলাদেশ নবাবগঞ্জে।
Recent Comments