প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৪ আগস্ট,,
“সারা বছর আমরা সবার থেকে বকশিস নিয়ে খাই। সবাই আমাদের জন্য অনেক কিছু করেন। আমরাও যাতে সবার জন্য কিছু করতে পারি তার জন্যই আজকে চাল, ডাল, লবণ আলু নিয়ে শরণার্থী শিবিরে আসা।” রাজ্যের বন্যা দুর্গতদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ঠিক এভাবেই নিজেদের প্রতিক্রিয়া দিলেন বৃহন্নলা সমাজ তথা তৃতীয় লিঙ্গের নাগরিকরা।
তৃতীয় লিঙ্গের নাগরিকদের একটি দল শনিবার আগরতলার বিভিন্ন শরণার্থী ক্যাম্প পরিক্রমা করেন। তারা সঙ্গে একটি ট্রাক অটো ভর্তি করে চাল, ডাল, আলু, লবণ এসব খাবার নিয়ে আসেন। শরণার্থী ক্যাম্পে থাকা বন্যা দুর্গত লোকেদের হাতে এই সমস্ত কিছু তুলে দেন। তৃতীয় লিঙ্গের লোকেরা সারা বছর বিভিন্ন খুশির অনুষ্ঠানে মানুষের বাড়ি ঘরে গিয়ে নাচ ,গান ,আশীর্বাদ করে টাকা বকশিস নেন। তৃতীয় লিঙ্গের লোকেরা বাড়িতে গেলে , বকশিস চাইলে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করেন। কিন্তু বিভিন্ন সময় তাদের বড় মনের মানসিকতা সভ্য সমাজকে লজ্জিত করে তোলে। শনিবার ফের একবার তৃতীয় লিঙ্গের লোকেরা নিজেদের দায়িত্ববোধ এবং মানবিকতার পরিচয় দিয়েছেন। তারা যেভাবে গাড়ি ভর্তি করে ত্রাণ নিয়ে শহরের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে গেছেন এবং মানুষকে সাহায্য করেছেন তার রীতিমতো অবাক করার মত। বর্তমান কঠিন পরিস্থিতিতে অনেক ছোট বড় সমাজসেবী সংগঠন বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু তৃতীয় লিঙ্গের লোকেদের এদিনের ত্রাণ বিতরণ কর্মসূচি ছিল নজরে পড়ার মতো।
Recent Comments