আগরতলা,,২ আগস্ট,,
ত্রিপুরার গর্ব পারমিতা সরকার এবার ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস জয় করতে রওনা দিলেন শনিবার।ত্রিপুরার গর্বিত কন্যা, পর্বতারোহী পারমিতা সরকার, যিনি ইতিমধ্যে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো জয় করেছেন, এবার তাঁর দ্বিতীয় অভিযান হিসেবে ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস জয়ের লক্ষ্যে আজ, অর্থাৎ ০২ আগস্ট ২০২৫ তারিখে যাত্রা শুরু করেছেন। পেশায় শিক্ষিকা পারমিতা, আপামর ত্রিপুরাবাসীর আশীর্বাদ ও শুভকামনা চেয়েছেন ।
অন্যদিকে রাজ্যের আরো এক সাহসী মেয়ে পিয়ালি দেব গত বছর এভারেস্ট বেস ক্যাম্প সফর করেছেন। তিনিও এই আগস্ট মাসে একই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করবেন। এই দুই তরুণীর উদ্যোগ ত্রিপুরায় অ্যাডভেঞ্চার স্পোর্টস ও পর্বতারোহণ চর্চার ক্ষেত্রে এক গর্বের অধ্যায় রচনা করছে।এছাড়াও উল্লেখযোগ্য যে, ত্রিপুরার প্রথম ব্যক্তি হিসেবে আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো ও ইউরোপের মাউন্ট এলব্রুস—উভয় শৃঙ্গ জয় করেছেন অরিত্র রায়, যিনি চলতি বছর মাউন্ট এভারেস্ট জয় করার মাধ্যমে এক অনন্য কৃতিত্ব অর্জন করেছেন। ত্রিপুরার এই পর্বতারোহী যুবসমাজ রাজ্যের গর্ব এবং নতুন প্রজন্মের কাছে এক বড় প্রেরণা।ত্রিপুরা রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর আশা প্রকাশ করছে যে এই সাহসী পদক্ষেপগুলো রাজ্যের যুবসমাজকে সাহস, সংকল্প এবং আত্মবিশ্বাসের নতুন দিশা দেখাবে।
Recent Comments