সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২৬ আগস্ট,,,
২৩ বিধানসভা নির্বাচনে ভুল করে ফেলেছিলেন বক্সনগর বাসী। উপ নির্বাচনে সেই ভুলের পুনরাবৃত্তি করবেন না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপির চিন্তাভাবনা এবং উন্নয়নের কর্মকান্ডকে সমর্থন করছে। আসন্ন উপ নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হবেন বক্সনগর কেন্দ্রের প্রার্থী তফাজ্জল হোসেন সহ ধনপুরের প্রার্থী বিন্দু দেবনাথ। উপ নির্বাচনে প্রচারের ব্যস্ততার মধ্যেই “নর্থইষ্ঠ প্রতিধ্বনি” প্রতিনিধির সাথে একান্তে কথা বলতে গিয়ে ঠিক এভাবেই নিজের প্রতিক্রিয়া দেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা তথা জনপ্রিয় নেত্রী পাপিয়া দত্ত।
বক্সনগর কেন্দ্রের উপনির্বাচন প্রচারে গুরু দায়িত্বে রয়েছেন পাপিয়া দত্ত। তিনি বলেন বিধানসভা কেন্দ্রের সাড়ে ১৩ হাজার পরিবারের প্রতিটি ঘরে ঘরে গিয়ে বিজেপি নেতৃবৃন্দ কথা বলছেন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপিকে সমর্থন করছে। মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে বিজেপি প্রার্থী তোফাজ্জল হোসেন রেকর্ড ভোটে জয় পাবেন। সম্ভাব্য জয় পরাজয়ের ব্যবধান প্রসঙ্গে প্রশ্ন করতে তিনি বলেন” আমরা যেটা ধারণা করতে পারছি না সেটাই জয়ের ব্যবধান হতে পারে”। প্রসঙ্গত উপনির্বাচনের প্রাক্কালে বক্সনগরে ৪৪ বছরের কংগ্রেসের সাথে সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে সমিল হয়েছেন প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া।
বিজেপিতে সামিল হয়েছেন গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়দুল হোসেন সহ তিপরামথা প্রার্থী। তাদের সঙ্গে গণহারে ভোটাররা বিজেপি দলে শামিল হয়েছেন। রাজনৈতিক ময়দানে সিপিআইএম নামমাত্র টিকে থাকলেও নির্বাচনী প্রচারে তাদের নিস্তেজ ভাব উপনির্বাচনের সম্ভাব্য জয়-পরাজয় কে নিশ্চিত করে দিয়েছে। কিন্তু তারপরও প্রচারের মাঠ ছাড়ছে না শাসক দল বিজেপি। মুখ্যমন্ত্রী ড মানিক সাহা থেকে শুরু করে দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ নেতা মন্ত্রীরা দিন-রাত এক করে দিচ্ছেন দলীয় প্রার্থীর প্রচারে। পাপিয়া দত্ত বলেন বক্সনগর বিধানসভা কেন্দ্রে প্রতিটি পরিবারের ঘরে ঘরে গিয়ে আমরা কথা বলছি। তাদের প্রত্যেকের সমর্থন রয়েছে দলের প্রতি। মোদিজীর সবকা সাত, সবকা বিকাশের স্লোগানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে নাগরিকরা ভরসা রাখছেন। নাগরিকদের সেই ভরসাই উপনির্বাচনে ভোট বাক্সে প্রতিফলিত হবে। প্রসঙ্গত বিজেপি দলের রাজ্য নেতৃত্ব এবং মন্ত্রী বিধায়কদের সাথে বক্সনগর উপনির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন ৬ আগরতলা মন্ডল সম্পাদক বিশ্বজিৎ রায়।
তার জনসম্পর্ক কর্মসূচিতে সিপিআইএমের অনেক পুরানো নেতা দল ছেড়ে শাসক দলে নিজেদের সমর্থন দিতে শুরু করেছেন বলে স্থানীয় সূত্রের খবর।
Recent Comments