Wednesday, October 22, 2025
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবরভাষা দিবসে সাংবাদিকদের সংবর্ধনা দিল করাপশন কন্ট্রোল অর্গানাইজেশন।

ভাষা দিবসে সাংবাদিকদের সংবর্ধনা দিল করাপশন কন্ট্রোল অর্গানাইজেশন।

আগরতলা,, ২১ ফেব্রুয়ারি,,

বুধবার ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করল করাপশন কন্ট্রোল অর্গানাইজেশনের ত্রিপুরা শাখা। করাপশন কন্ট্রোল অর্গানাইজেশনের উদ্যোগে এদিন দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ গুলো যারা সহজ সরল ভাষায় সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে তুলে ধরেন সেই সাংবাদিকদের সম্মান জানানো হয় । আগরতলার বীরচন্দ্র লাইব্রেরির কনফারেন্স হলে আয়োজিত আলোচনা চক্র এবং সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত যুবলীগ নেতা তথা “বঙ্গবন্ধু বাংলাদেশ”হিসেবে বহুল পরিচিত জিল্লুর রহমান আলমগীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য প্রশাসনের আধিকারিক জে রিয়াং। উপস্থিত ছিলেন করাপশন কন্ট্রোল অর্গানাইজেশনের চেয়ারম্যান জদু মনি দেব এবং রাজ্য সম্পাদক সুকান্ত দে। এই অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া এবং ওয়েব মিডিয়ার মোট ১০ জন সাংবাদিক প্রতিনিধিকে ভাষা দিবস উপলক্ষে বিশেষ সম্মান এবং মানপত্র তুলে দেওয়া হয়। সম্মানিত সাংবাদিকদের মধ্যে রয়েছেন দীপক দে, রাজীব দত্ত, চন্দ্রিমা সরকার,সমিরন মজুমদার, মোহাম্মদ টিপু সুলতান, কুন্তল গোস্বামী, সমরেশ দে,গৌতম ঘোষ, মৃণাল দেবনাথ, বিশ্বজিৎ দেবনাথ ,কিংকর বণিক , বিষ্ণুপদ বণিক।

প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারের নথিভূক্ত করাপশন কন্ট্রোল অর্গানাইজেশন ২০১৫ সাল থেকে ত্রিপুরা রাজ্যের অপরাধের ক্ষেত্রে সামাজিকভাবে কাজ করে আসছে। আগরতলা সার্কিট হাউসে হয়েছে এই সংগঠনের কার্যালয়। সামাজিক সমস্যা নিরসনে ত্রিপুরা রাজ্য পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চের কাজের ক্ষেত্রে এই সামাজিক সংগঠন সহযোগিতা করে। বিগত দিনে এই সংগঠনের প্রচেষ্টায় অন্তত দশটি মহিলা নির্যাতনের সমস্যার সমাধান হয়েছে। সেই সাথে শিশু নির্যাতন ,শিশুশ্রম এবং সমাজের অন্যান্য অপরাধ বিশেষত মহিলা সম্পর্কিত অপরাধে নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই সংগঠন বিশেষ ভূমিকা রেখে চলছে। দেশের ২৭ টি রাজ্যে এই করাপশন কন্ট্রোল অর্গানাইজেশনের শাখা সক্রিয়ভাবে কাজ করছে।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments