প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,২৭জুন,,
গত রবিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ত্রিপুরার সুস্বাদু “কুইন” আনারস পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশের সুস্বাদু হাড়িভাঙ্গা আম, জাতীয় ইলিশ মাছ এবং রসগোল্লা পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে আগরতলা আখাউড়া স্থলবন্দরে সড়ক পথে বাংলাদেশ থেকে ত্রিপুরার উদ্দেশ্যে আম, ইলিশ মাছ , রসগোল্লা পাঠানো হয়েছে। আগরতলা আখাউড়া চেকপোষ্টে এগুলি রিসিভ করেন আগরতলা বাংলাদেশ সহকারি হাই কমিশনের প্রথম সচিব মোহাম্মদ এজাউল হক চৌধুরী সহ এক প্রতিনিধি দল।
বাংলাদেশের প্রতিনিধিরা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দপ্তরের সাথে যোগাযোগ করে এইসব উপহার সামগ্রী খুব শীঘ্রই পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন ত্রিপুরা এবং বাংলাদেশের সম্পর্ক অনেক পুরনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই আদান-প্রদান এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে বলে বাংলাদেশ প্রতিনিধি আশা ব্যক্ত করেন। এদিন বাংলাদেশ থেকে ৪০০ কেজি আম, ৫০ কেজি ইলিশ মাছ এবং ৫০ কেজি রসগোল্লা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এসেছে বলে জানা গেছে।
Recent Comments