ক্রীড়া প্রতিনিধি,, আগরতলা,, ৩০ জুন,,
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের জয় উচ্ছ্বাসিত রয়েছে গোটা দেশ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে খেলতে গিয়ে টস দিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারত।৭ উইকেটে ভারতীয় দল ১৭৬ রান করে। বিরাট কোহলির অর্ধ শতক ভারতীয় রানের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। পরবর্তীকালে জবাবি ব্যাটিংয়ে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৭ রানে জয় পেয়ে যায় ভারত।১১ বছর বাদে এই জয়ের পর আইসিসি ট্রফি জিতল টিম ইন্ডিয়া।২০০৭ সালের জয় পেয়েছিল ভারত। এবার ২০২৪। রোহিত শর্মা, বিরাট কোহলির ব্যক্তিগত ভাবে সাফল্যে উঠে আসার পাশাপাশি ভারতীয় দল এদিন একাধিক নজির তৈরি করেছে। দ্বিতীয় বার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর দেশব্যাপী উৎসাহ রয়েছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী এবং সর্বদলীয় রাজনৈতিক নেতারা ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাচ্ছেন। দেশের রাস্তাঘাটে নাগরিকদের উচ্ছাস ছড়িয়ে পড়ে। ।
Recent Comments