প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২২ আগস্ট,,
ত্রিপুরার বন্যা পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে রাজ্যে আসলো অতিরিক্ত এনডিআরএফ দল। বৃহস্পতিবার সকালে ভারতীয় বিমান বাহিনীর তিনটি বিশেষ বিমানে জাতীয় দুর্যোগ মোকাবেলা দলের ১২০ সদস্য আগরতলা বিমানবন্দরে অবতরণ করেন। বিষয়টি নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। একইভাবে ত্রিপুরার বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্যে এমন আই -১৭ হেলিকপ্টার নামানো হয়েছে বলে জানা গেছে।
মুখ্যমন্ত্রী বলেন জাতীয় উদ্ধারকারী দলের সদস্যদের রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের পাশে দাঁড়ানোর জন্য পাঠানো হবে।
এছাড়াও রাজ্যে জটিল আকার ধারণ করা বন্যা পরিস্থিতি মোকাবেলায় সচিবালয়ে মুখ্য সচিব সহ আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতির শুধরানোর আগে পর্যন্ত স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
নাগরিকদের বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার কার্যের পাশাপাশি প্রাণ সামগ্রী পাঠানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নিজের সামাজিক মাধ্যমে দাবী করেছেন অভূতপূর্ব প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার কাজে সমগ্র প্রশাসন নিরবচ্ছিন্নভাবে দিনরাত কাজ করে চলছে। এই দুর্যোগের সময় জনপ্রতিনিধি, সমাজকর্মী থেকে শুরু করে সাধারণ নাগরিকগণ যেভাবে রাজ্য সরকারের পাশে রয়েছেন তার জন্য তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন গোমতী জেলার বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি মাথায় রেখে বিশেষ সচিব রাবেল হেমেন্দ্রকুমারকে গোমতী জেলার জেলাশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ত্রাণ সামগ্রী বিতরণের জন্য পাঁচ জন সিভিল সার্ভিস আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে।
Recent Comments