Saturday, October 18, 2025
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবরব্যর্থ দুর্যোগ মোকাবেলা ব্যবস্থা; ৭ঘন্টা লড়াই করে মৃত্যু লরি চালকের।

ব্যর্থ দুর্যোগ মোকাবেলা ব্যবস্থা; ৭ঘন্টা লড়াই করে মৃত্যু লরি চালকের।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৫ আগস্ট,,

কাঞ্চনপুর এলাকার মাখনলাল দেবনাথ এর ছেলে মিছিল লাল দেবনাথ প্রশাসনিক ব্যর্থতায় সঠিক সময়ে উদ্ধার করতে না পারায় দুর্ঘটনার পর প্রাণ গেল এক লরি চালকের। এই ঘটনা মঙ্গলবার সকালে আসাম আগরতলা জাতীয় সড়কের তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকায়। মৃত লরি চালকের নাম মিহির লাল দেবনাথ। তাঁর বাড়ি কাঞ্চনপুরে। মিহির লাল দেবনাথ নিজের লরিতে সিমেন্ট বুঝাই করে ধর্মনগর থেকে আগরতলা আসছিলেন। সোমবার গভীর রাতে তার লরিটি দুর্ঘটনায় পড়ে এবং তিনি বেকায়দায় লরির ভেতরে আটকে পড়েন।

তাঁর শরীরের কোমরের নিচের অংশ ভারী লোহা জাতীয় কিছুর প্রচন্ড চাপের মধ্যে ছিল। মিহির লাল দেবনাথ দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় গাড়ির মধ্যে আটকে থাকলেও তিনি সচেতন ছিলেন। অন্যদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সেখানে ছুটে যান। মিহির লাল দেবনাথ শরীরের প্রচন্ড যন্ত্রণা নিয়েও সেখানে উপস্থিত লোকেদের সঙ্গে কথা বলেন এবং সাহায্য প্রার্থনা করেন। তিনি বাড়ির লোকেদের খবর দিতে ফোন নাম্বার দেন। খবর পেয়ে ছুটে যায় থানা পুলিশসহ দমকল বিভাগের কর্মীরা। কিন্তু দীর্ঘক্ষন চেষ্টার পরও মিহির লাল দেবনাথকে গাড়ির ভেতর থেকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। অন্যদিকে প্রচন্ড চাপের ফলে ধীরে ধীরে নিস্তেজ হতে থাকেন মিহিরলাল দেবনাথ। পরবর্তীকালে খবর জানানো হয় মহকুমার দুর্যোগ মোকাবেলা টিমকে। দুর্যোগ মোকাবেলা টিম ঘটনাস্থলে গিয়ে রীতিমতো চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দেয়। উদ্ধারকাজের জন্য তারা যেসব যন্ত্রপাতি নিয়ে যায় সেগুলি কোনভাবেই চালু হয়নি। দুর্যোগ মোকাবেলা টিমের গাফিলতির মধ্যেই দীর্ঘ প্রায় ছয় ঘন্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানেন মিহির লাল দেবনাথ। গাড়ির ভেতরেই তিনি নিথর হয়ে পড়েন। পরবর্তীকালে অনেক চেষ্টার পর টি এস আর জোয়ানদের সহায়তায় তাঁকে উদ্ধার করা হলেও তখন তাঁর দেহে কোন প্রাণ ছিল না। হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই মৃত্যুর ঘটনায় রাজ্য প্রশাসন এবং দুর্যোগ মোকাবেলা ব্যবস্থার উপর প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments