বোধজঙনগরে যুবকের পচা গলা মৃতদেহ উদ্ধার! তদন্তে পুলিশ।

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ১৯ ফেব্রুয়ারি,, শহরতলীর খয়েরপুর বোধজঙনগর থানাধীন কান্তা কোবরা এলাকায় উদ্ধার হল এক যুবকের কঙ্কালসার মৃতদেহ। সোমবার দুপুরে স্থানীয় লোকজন এলাকার অপেক্ষাকৃত নিচু ভূমিতে গরু চরাতে গিয়ে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর জানান । পুলিশ গিয়ে প্রাথমিক তদন্তের পর মৃতদেহের অংশ এবং শার্ট-প্যান্ট উদ্ধার করে তদন্তের জন্য ফরেনসিক বিভাগে পাঠায়। প্রসঙ্গত এলাকাটি লক্ষ্মীপুর … Continue reading বোধজঙনগরে যুবকের পচা গলা মৃতদেহ উদ্ধার! তদন্তে পুলিশ।