প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩০ আগস্ট,,
বৃহস্পতিবার সন্ধ্যায় খয়েরপুর বণিক্যচৌমুনি থেকে গাঁজা সহ ৬ বিহারী মহিলাকে গ্রেফতার করলো বোধজঙনগর থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে থানার ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে পুলিশ এই অভিযান করেন। ঘটনার বিবরনের জানা যায় বণিক্য চৌমুনি শিব মন্দিরের সামনে পুলিশ টি আর ০১ এ কিউ ০৪৯৪ নম্বরের গাড়ি আটক করে। সেই গাড়ির ভেতরে ১৮ কেজি ৫০০ গ্রাম শুকনো গাজা সহ ধরা পড়ে ৬ বিহারী মহিলা। পুলিশের দাবি পুলিশ আটকানোর পর গাড়ির চালক গাড়িতে ফেলে পালিয়ে যায়। থানার পুলিশ এনডিপিএস আইনে মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে।
Recent Comments