Monday, December 23, 2024
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবরউৎসবে বেসরকারি শ্রমিকদের পাশে সি আই টি ইউ , দাবি উঠলো পুজো...

উৎসবে বেসরকারি শ্রমিকদের পাশে সি আই টি ইউ , দাবি উঠলো পুজো বোনাস ও অনুদান প্রদানের

আগরতলা,,১৩ অক্টোবর,,

সমস্ত বেসরকারি শ্রমিকদের পুজো বোনাস ও অনুদান প্রদান করার দাবি জানালো সিআইটিইউ র ত্রিপুরা রাজ্য কমিটি। শুক্রবার সি আই টি ইউ র রাজ্য দফতরে এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানান সি আই টি ইউ র রাজ্য সম্পাদক শঙ্কর দত্ত।তিনি অভিযোগ করেন যে পুজোর প্রাক্কালে সর্ব সাধারণের জীবন মানোন্নয়নে বিজেপি সরকারের কোনো হেলদোল নেই ,শ্রমিকদের পুজো বোনাস ও অনুদানের জন্য শ্রম দফতরের ডাকা অধিকাংশ সভায় মালিক পক্ষ উপস্থিত থাকেন না এর জন্য সরকারও নির্বিকার।ফলে কিছু কিছু ক্ষেত্রে মালিক পক্ষের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে কিন্তু কেউই এই চুক্তি মেনে টাকা দেননি।শঙ্কর দত্ত অভিযোগ করেন যে নিজেদের বৃহত্তর সংগঠন হিসেবে দাবি করা ভারতীয় মজদুর সংঘ দু একটি সভায় গেলেও অধিকাংশ সভায় ছিলনা।এখনও বঞ্চিত শ্রমিকদের হয়ে একটি কথা না বলে পরোক্ষে মালিকের সহায়তা প্রদান করছে তিনি অভিযোগ করেন।তিনি বলেন সি আই টি ইউর উদ্যোগ মালিক পক্ষের সাথে কথা বলে স্টিল ফার্নিচার,কাঠ মিস্ত্রি, মিষ্টির দোকান,বেকারি, হোটেল,অটো রিকশা,অয়েল ট্যাঙ্কার শ্রমিকদের অনুদান বৃদ্ধির ব্যবস্থা করেছেএবং এই বর্ধিত অনুদান পুজোর আগেই শ্রমিকদের হাতে তুলে দিতে দাবি জানান।সি আই টি ইউর রাজ্য সভাপতি মানিক দে বলেন গণমাধ্যমের সাংবাদিকরাও বঞ্চিত।তিনি বলেন সংবাদ পত্রের মালিকরা ত্রিপাক্ষিক বৈঠকেও আসেননা।কেউ কেউ অনুদান প্রদান করলেও কেউই ২০ শতাংশ দেবার কথা দিয়েও কথা রাখেননি।তিনি বলেন এই সমস্ত নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছিল তিনি বিষয়টি দেখবেন বলে কথা দিয়ে ছিলেন। শ্রমিকদের কারা পূজো অনুদান দিল কারা দিল না সেটা শ্রম দফতরের তদন্ত করে দেখার দাবি করেন।মানিক দে জুট মিলের কর্মীদের আর্থিক বঞ্চনা নিয়ে সুপ্রিম কোর্টের আদেশ পুরোপুরি কার্যকর করার জন্য দাবি করেন।একই সাথে রেশন দোকান থেকে প্রয়োজনীয় অনেক কিছুই পাওয়া যায় না অভিযোগ করে তিনি বলেন সরকার পুজোর দিনগুলোর আগেই এই সমস্যার সমাধান করুক।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments