সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ৬ এপ্রিল,,
“রাজনীতিতে সংকীর্ণতার কোন সুযোগ নেই। শেষ বলে কোন কথা নেই। প্রতিদিন প্রতিনিয়ত আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে জাতীয় পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। তার প্রতিফলন রাজ্য পড়ছে। তার দিকে দাঁড়িয়ে বাস্তবতার মাটিতে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। দেশের গণতন্ত্র রক্ষায় রাষ্ট্রীয় স্বার্থে ,জাতীয় স্বার্থে এই নির্বাচনে কংগ্রেসকে ভোট দিন।” শনিবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহার সমর্থনে নির্বাচনী সভায় এই ভাবেই নিজের বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার।
মানিক সরকার বলেন এটা সময়ের দাবি। পরিস্থিতির চাহিদা। দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে, কংগ্রেস সিপিআইএম আবার জোট হয়েছে। কমিউনিস্ট দলের একনিষ্ঠ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন ” এই সময়ে আপনি যদি কাস্তে হাতুড়ি হাতুড়ি ছাড়া ভোট দিতে না চান,ভোট দিতে না জান, তাহলে আপনার সুবিধা হবে না। সুবিধা হবে বিজেপির। ” তিনি সিপিআইএম কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন “এটা ব্যক্তি আশীষ সাহার প্রশ্ন না। এটা রাষ্ট্রীয় স্বার্থে।” তিনি দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্য আহ্বান রাখেন তারা যাতে কংগ্রেস প্রার্থী আশির সাহার সমর্থনে ঘরঘর প্রচারে অংশ নেন, পোস্টার লাগান।
প্রসঙ্গত লোকসভা নির্বাচনকে সামনে রেখে গোটা দেশের সাথে ত্রিপুরাতেও ইন্ডিয়া জোটের নীতি মেনে সিপিআইএম কংগ্রেস এক হয়ে বিজেপির বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নেমেছে। কিন্তু পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহারা সমর্থনে এতদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটব্যুরো সদস্য মানিক সরকারকে দেখা যায়নি। এনিয়ে শাসক শিবির সহ পত্রপত্রিকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছিল। অবশেষে শনিবার আগরতলায় প্রতাপগড়ে ইন্ডিয়া মঞ্চে কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহারা নির্বাচনী প্রচারে অংশ নেন মানিক সরকার। সিপিআইএম পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে দলীয় কর্মী সমর্থকদের তিনি আহ্বান রাখেন এই নির্বাচনে বৃহত্তর স্বার্থে তারা যাতে নিজেদের সমস্ত সংকীর্ণতা ভুলে কংগ্রেসকে ভোট দেয়। এদিনের নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব।
Recent Comments