প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৮ জানুয়ারি,,
সিপিআইএমের ২৪ তম রাজ্য সম্মেলন এবং প্রকাশ্য সমাবেশকে সর্বাত্মক সার্থক করতে সক্রিয় হয়ে উঠেছেন দলীয় নেতা কর্মী সমর্থকরা। ২৯ জানুয়ারি আগরতলা রাজপথে অনুষ্ঠিত হবে সিপিআইএমের প্রকাশ্য সমাবেশ। অভিযোগ পুলিশের কাছে একমাস আগে আবেদন করেও আগরতলা বিবেকানন্দ ময়দান এবং উমাকান্ত স্কুল মাঠ কোনটাই পায়নি সিপিআইএম। মাঠ না পেয়ে আগরতলা রবীন্দ্র ভবনের সামনে প্রকাশ্য সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে রাজ্যের প্রধান বিরোধীদল সিপিআইএম। এই সমাবেশকে কেন্দ্র করে আগামী দিন বৃহৎ সংখ্যক লোক সমাগমের সম্ভাবনা রয়েছে বলে পুলিশ সূত্রের দাবি। দলীয় কর্মসূচিকে সার্থক করতে মঙ্গলবার সন্ধ্যায় আগরতলার রাজপথে লাল ঝান্ডা নিয়ে মিছিল করতে দেখা গেছে বামপন্থী যুবকর্মী সমর্থকদের।
Recent Comments