সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ২৬ মার্চ,,
বুধবার ত্রিপুরায় আসছেন সর্বভারতীয় কংগ্রেস যুবনেতা কানাইয়া কুমার। এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোট তথা কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহার মনোনয়নপত্র দাখিলের মিছিলে অংশ নেবেন কানাইয়া কুমার। আগরতলা রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হবে মিছিল । পরে অবলা চৌমুহনীতে সভায় বক্তব্য রাখবেন যুব প্রজন্মের অন্যতম তুখোর বক্তা কানাইয়া কুমার। মঙ্গলবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই বিষয়টি জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন।
বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন সকাল সাড়ে দশটায় রবীন্দ্রভবনের সামনে থেকে কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহার মনোনয়নপত্র দাখিলের মিছিল শুরু হবে। আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে পরে অবলা চৌমনিতে গিয়ে মিছিল শেষ হবে এবং সভা হবে। সেখানে কানাইয়া কুমার সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব বক্তব্য রাখবেন। কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের মিছিলে কংগ্রেস নেতাকর্মী সহ ইন্ডিয়া জোটের নেতা কর্মীরা উপস্থিত থাকবেন। বিধায়ক সুদীপ রায় বর্মন কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের অনুষ্ঠানে গণতন্ত্রপ্রেমী নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে এদিন একই জায়গায় শাসক দল বিজেপিরও কর্মসূচি ঘোষিত রয়েছে। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন অনেক আগেই কংগ্রেস তাদের কর্মসূচি রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলা শাসক এবং জেলা পুলিশ আধিকারিককে জানিয়ে রাখা হয়েছে। এখন নতুন করে কেউ যদি সেখানে কোনো কার্যক্রম ঘোষণা করে সেটা প্রশাসনের দেখার বিষয়। কংগ্রেস নির্দিষ্ট সময়ে তার কর্মসূচি জারি রাখবে বলে সুদীপ বাবু ঘোষণা দিয়েছেন। তাছাড়া তিনি আরো বলেন আগামী দিনে কংগ্রেস প্রার্থীর প্রচারে সর্বভারতীয় যুব কংগ্রেস আইকন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি সহ অনেক তারকা প্রচারকের নাম রয়েছে। আগামী দিনে তারা রাজ্যে আসবেন এবং কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহার প্রচারে অংশ নেবেন।
Recent Comments