সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২৬ মার্চ,,
বুধবার আগরতলায় একই সময়ে মনোনয়নপত্র দাখিলের মিছিল এবং কর্মসূচির ঘোষণা দিল শাসক দল বিজেপি এবং বিরোধী কংগ্রেস দল। প্রধান দুই রাজনৈতিক দলের একই সময়ে রাজনৈতিক কর্মসূচি ঘোষণায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে বলেছেন বুধবার পশ্চিম ত্রিপুরার কংগ্রেস প্রার্থীর মনোনয়ন দাখিলের কর্মসূচি রয়েছে।
ইন্ডিয়া জোটের প্রার্থী তথা কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহার মনোনয়ন পত্র দাখিলের অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে দশটা থেকে। রবীন্দ্র ভবনের সামনে কর্মী সমর্থকরা জড়ো হবেন। সেখান থেকে মিছিল করে তারা অবলা চৌমনিতে গিয়ে সভা করবেন। কংগ্রেসের মনোনয়নপত্র দাখিলের অনুষ্ঠানে সর্বভারতীয় যুবনেতা কানাইয়া কুমার উপস্থিত থাকবেন বলে সুদীপ রায় বর্মন ঘোষণা দিয়েছেন।আশ্চর্যজনকভাবে এদিন ওই সকাল ১০ টায় শাসকদল বিজেপি তাদের লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনের প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের কর্মসূচির ঘোষণা দিয়েছে। বিজেপির এক রাজ্য নেতা জানিয়েছেন সকাল দশটায় রবীন্দ্র ভবনের সামনে জমায়েত হবে। সেখান থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব এবং রামনগর উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদারের মনোনয়নপত্র দাখিলের মিছিল শুরু হবে। উভয় রাজনৈতিক দল দাবি করছে তারা রিটার্নিং অফিসারের কাছ থেকে অনুমতি নিয়েছেন। সাংবাদিকদের সুদীপ রায় বর্মন বলেছেন কংগ্রেস অনেক আগে থেকেই লিখিতভাবে রিটার্নিং অফিসারকে তাদের সময়সূচি জানিয়ে ছিল।
শাসকদল বিজেপির রাজ্য নেতাও একই ধরনের দাবি করছেন । একই সঙ্গে দুই রাজনৈতিক দল রাজধানীর রবীন্দ্রভবনে সামনে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছেন দলীয় কর্মী সমর্থকদের। ফলে স্বাভাবিকভাবেই দুই দলের কর্মী সমর্থকদের সামনাসামনি অবস্থানে আইন-শৃঙ্খলায় প্রভাব পড়তে পারে। বিষয়টি নিয়ে প্রশাসনে রীতিমতো দৌড়ঝাঁপ শুরু হয়। অন্যদিকে এই বিষয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার ডঃ কিরণ কুমারকে প্রশ্ন করা হলে তিনি বলেন বিষয়টি রিটার্নিং অফিসারের দেখার বিষয়। তবে পুলিশ প্রশাসনের তথ্য অনুযায়ী সময়সূচী পরিবর্তন হয়ে সকাল দশটায় রবীন্দ্র ভবনের সামনে বিজেপির জমায়েত হবে এবং তাদের রাজনৈতিক কর্মসূচি চলবে। জেলা পুলিশ সুপার ডঃ কিরণ কুমারের বিবরণ অনুযায়ী দুপুর একটাই একই জায়গায় কংগ্রেস দলের অনুষ্ঠান রয়েছে। দুই রাজনৈতিক দলকে একই সময় দেওয়ার ব্যাপারে জেলা পুলিশ সুপার কিছুই জানেন না বলে দাবী করেছেন। পুলিশ সুপারের সাথে কথা বলার পর কংগ্রেস নেতাদের সঙ্গে ফোনে কথা বলে জানা গেছে কংগ্রেস রবীন্দ্র ভবনের সামনে তাদের জমায়েতের সময় সাড়ে দশটার পরিবর্তে বারোটায় করেছে। যদিও এই বিষয়ে দলীয়ভাবে কোন বিবৃতি পাওয়া যায়নি।
Recent Comments