সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,১৯ আগস্ট,,
ত্রিপুরার গাঁজা, বিহারে পাচার করতে গিয়ে পুলিশের সাথে গুলি যুদ্ধে আহত হল রাজ্যের এক যুবক তথা সন্দেহভাজন মাদক কারবারি। ধরা পড়ল আরো চারজন। বিহার সিমরি বক্তিয়ারপুরের মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে গঠিত স্পেশাল টাস্ক ফোর্স এই অভিযানের নেতৃত্ব ছিল। সেই ঘটনায় আহত যুবকের নাম সম্রাট দেবনাথ (২৫)। তার বাড়ি বক্সনগর বেলুয়ারচর । বৃহস্পতিবার রাতে বিহার রাজ্যের বনগাঁও পুলিশ থানার অন্তর্গত বনগাঁও চোক এলাকাতে সে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়। বিহারের একটি সংবাদ মাধ্যমের বিবরণ অনুযায়ী ঐদিন রাতে গোপন খবরের ভিত্তিতে মাদক কারবারের বিরুদ্ধে অভিযান করেছিল বিহার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । সন্দেহভাজন দুটি প্রাইভেট গাড়িতে গাঁজা পাচার হচ্ছিল। বনগাঁও থানা এলাকায় পুলিশ সন্দেহভাজন গাড়িকে দাঁড়াতে বললে গাড়ির ভেতর থেকে প্রথমে পুলিশকে লক্ষ্য করে গুলি শুরু হয়। পুলিশের পালটা গুলিতে আহত হয় গাড়ি চালক সম্রাট দেবনাথ।
পুলিশ পরে সম্রাট দেবনাথ সহ মোট ছয় জনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে পাঁচ জনই ত্রিপুরার নাগরিক বলে জানা গেছে। তাদের গাড়ি থেকে গাজা উদ্ধার হয়েছে। একই সঙ্গে এক মাদক কারবারির কাছ থেকে পিস্তল উদ্ধার হয়েছে বলেও সূত্রের দাবি। সেই ঘটনায় পুলিশের গুলিতে আহত হয় বক্সনগর বেলুয়ারচরের ছেলে সম্রাট দেবনাথ। বিহারের একটি সরকারি হাসপাতালে পুলিশের নজরদারিতে চিকিৎসা চলছে সম্রাটের। এই বিষয়ে সাংবাদিকদের কাছে সম্রাট দেবনাথ এর মা তুলসী বর্মন বক্সনগরের সন্দেহভাজন কয়েকজন মাদক কারবারির নাম উল্লেখ করেছেন। তুলসী বর্মন দেবনাথ জানান তার ছেলে সম্রাট পেশায় গাড়ি চালক।
অভিযোগ চার পাঁচ দিন আগে এলাকারই কয়েকজন সম্রাট দেবনাথকে বাড়ি থেকে ডেকে নিয়ে মাল (সম্ভাব্য গাঁজা) দিয়ে বিহারে পাঠিয়েছিল। বিহারে ছেলে গুলিবিদ্ধ হওয়ার খবরে তিনি আতঙ্কিত রয়েছেন। তুলসী বর্মন ছেলেকে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনতে পুলিশ প্রশাসনের সাহায্য চেয়েছেন।
Recent Comments