সংবাদ প্রতিনিধি,, আগরতলা ,,৯ নভেম্বর,,
বিশৃংখল রাস্তার কাজে সুখা মৌসুমে ধুলাবালিতে বিপর্যস্ত অবস্থায় পড়েছেন জাতীয় সড়কের দুপাশে থাকা বিশালগড় বাজারের ব্যবসায়ীরা। পৌর পরিষদের ভূমিকায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে বৃহস্পতিবার জাতীয় সড়ক অবরোধের শামিল হন। বিশালগড় বাজারে আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করেন বাজার ব্যবসায়ীরা। রাস্তা অবরোধ করে ব্যবসায়ীরা দাবি করেন অবিলম্বে রাস্তার কাজের বিশৃঙ্খল পরিস্থিতি কাটিয়ে কর্তৃপক্ষ যাতে সুষ্ঠুভাবে দ্রুত কাজ শেষ করে। কিন্তু রাস্তা অবরোধে নেমে শাসক দলের নেতা কর্মীদের দ্বারা হুমকির মুখে পড়েন অবরোধকারী ব্যবসায়ীরা। একটা সময় বিশালগড়ের শাসক দলীয় নেতৃত্ব এবং বাজার ব্যবসায়ীদের মধ্যে কিছুটা তর্ক বিতর্ক চলে। পরে মহকুমা শাসকের নেতৃত্বে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের শান্ত করেন এবং রাস্তা অবরোধ মুক্ত করেন। ঘটনার বিবরণে জানা যায় বিশালগড় পৌরপরিষদ ও পূর্ত দপ্তর উদ্যোগে বিশালগড় মধ্য বাজারের সমস্ত ডিভাইডার ভেঙে নতুনভাবে তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে । পৌর পরিষদের এই উন্নয়নমূলক কাজে খুশি রয়েছেন স্থানীয় ব্যবসায়ী এবং নাগরিক মহল। এত কাজ করতে গিয়ে বিশৃঙ্খলা তৈরি করছেন ঠিকাদার এবং বাস্তবের একাংশ। অভিযোগ ডিভাইডার গুলি ভেঙ্গে দেওয়ার পর রাস্তায় দীর্ঘ চার দিন যাবত এই ভাঙ্গা ডিভাইডারের অংশ ফেলে রাখা হচ্ছে। এগুলোর ওপর দিয়ে গাড়ি চলাচলের ফলে প্রচুর ধুলাবালি সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে। এতে করে রাস্তার দুপাশের দোকানগুলি ধুলাবালিতে বিপর্যস্ত রয়েছে। ধুলার ভয়ে খদ্দেররা দোকানে যেতে চাইছেন না। ধুলাবালিতে ব্যবসায়িক সামগ্রী নষ্ট হচ্ছে। ব্যবসায়ীরা অসুস্থ হচ্ছেন। সব মিলিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালানোর মতো কোনো পরিস্থিতি নেই। ব্যবসায়ীদের আরো অভিযোগ পৌর পরিষদ এবং পূর্ত দপ্তর এমনকি এলাকার বিধায়ককে জানানোর পরও কোন কাজ হয়নি । বাধ্য হয়ে বাজার ব্যবসায়ীরা বৃহস্পতিবার সড়ক অবরোধ করেন। দাবি তোলেন দ্রুত রাস্তার আবর্জনা পরিষ্কার করে সুষ্ঠু পরিবেশ বজায় রেখে কাজ করার জন্য। সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার ওসি তাপস দাস , কিছুক্ষণ পর ছুটে আসেন আসেন বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী। তার আন্দোলনকারীদের সাথে কথা বলে তাদের সমস্যার সমাধানে আশ্বাস দেন। অন্যদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ভারতীয় মজদুর সংঘ সিপাহীজলা জেলা কমিটির সহ-সভাপতি সজল কুমার দেব, শাসক দলীয় নেতা রাজের সাহা, বিশালগড় বিজেপি মন্ডল নেতা প্রশান্ত রায়। ঘটনাস্থলে এসে শাসক নেতারা বাজারের ব্যবসায়ীদের হুমকির সুরে প্রশ্ন তোলেন কার সাহসে তারা রাস্তা অবরোধ করেছে? অন্যদিকে ব্যবসায়ীরাও পাল্টা জবাবে বলে দেন ‘খেলা হবে।’ এদিকে বাজার ব্যবসায়ী সম্পাদক বাবুল সাহা নেত্রীদের সঙ্গে নেতৃত্ব দেন এই সড়ক অবরোধে। বিশালগড় বাজার ব্যবসায়ীরা জানান দীর্ঘ বান শাসনকালে কখনোই ব্যবসায়ীরা এভাবে শাসকদলের নেতাদের হুমকির মুখে পড়েন নি। ব্যবসায়ীরা শাসক দলীয় নেতাদের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন।
Recent Comments