ফাহিম আহমেদ,, বিশালগড়,, ৮ অক্টোবর,,,
বিশালগড় এসডিপিও চৌমুহনী বাইপাস সড়কে ৬ চাকার লরি কেড়ে নিল তরতাজা যুবকের প্রাণ। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে রবিবার সন্ধ্যা ছয়টা নাগাদ। মৃত যুবকের নাম লোকনাথ শীল(২৬) বাড়ি ছেছুড়িমাইল বরজলা। ঘটনার বিবরণে জানা যায় বিশালগড় এসডিপিও চৌমুহনী বাইপাস সড়কে বাইক নিয়ে লোকনাথ শীল দাঁড়ানো অবস্থায় মোবাইলে কথা বলছিল । ঠিক সেই সময়ই বিশালগড় থেকে আগরতলা উদ্দেশ্যে যাওয়ার পথে AS11- BC-5864 নাম্বারের একটি ছয় চাকার লরি দ্রুতগতিতে এসে লোকনাথ শীলকে ধাক্কা মেরে চলে যায়। রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ছিটকে পড়ে লোকনাথ। ঘটনার সময় সেখানে ট্রাফিক পুলিশের কয়েকজন কর্মী উপস্থিত ছিল বলে জানা গেছে। তাড়াতাড়ি অগ্নি নির্বাপক দপ্তরে খবরদেয় এবং দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত লোকনাথ শীলকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে পাঠায়। বিশালগড় মহাকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লোকনাথকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশালগড় থানার পুলিশ। পরবর্তীকালে পুলিশ ঘাতক লরি এবং লরি চালককে আটক করেছে বলে জানা গেছে।
Recent Comments