সংবাদ প্রতিনিধি,, বিশালগড়,, ২০ ফেব্রুয়ারি,,
মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য পেল বিশালগড় থানার পুলিশ। সোমবার গভীর রাতে অভিযান করে বিশালগড় থানার পুলিশ উদ্ধার করেছে ৫০ কেজি শুকনো গাজা। মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে। ঘটনা বিশালগড় থানাধীন ধনছড়ি এলাকায়। গোপন খবরের ভিত্তিতে ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে বিশালগড় থানার পুলিশ ধনছড়ি এলাকায় রাজু সরকারের বাড়িতে হানা দেয়। দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে রাজু সরকারের বাড়ি থেকে গ্রামের ভেতর লুকানো অবস্থায় ৫০ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে বলে পুলিশের বিবরণ।

গাঁজার সঙ্গে পুলিশ বাড়ির মালিক রাজু সরকার ও তার ভাই সনজিৎ সরকারকে গ্রেপ্তার করেছে । অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা গ্রহণ করে মঙ্গলবার দুপুরে আদালতে তোলা হয়। এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন ওসি রানা চ্যাটার্জি।
Recent Comments