ফাহিম আহমেদ,, বিশালগড়ে,,১৩ অক্টোবর,,,
বিশালগড়ে উদ্বোধন হলো শাসকদল বিজেপির নবনির্মিত মন্ডল কার্যালয় । বৃহস্পতিবার এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্ডল কার্যালয়ের উদ্বোধন করেন বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন বিশালগড়ের জনপ্রিয় বিধায়ক সুশান্ত দেব। প্রসঙ্গত প্রথমবারের মতো বিধায়ক হয়েই প্রতিনিয়ত সাংগঠনিক ও প্রশাসনিক স্তরে সক্রিয়তার ছাপ রেখে চলেছেন বিশালগড়ের যুব বিধায়ক সুশান্ত দেব। এক সময় তিনি বিশালগড়ের মন্ডল সভাপতির দায়িত্ব সামলেছিলেন গুরুত্ব সহকারে। ২৩ বিধানসভা নির্বাচনে সর্ব অংশের নাগরিক সমর্থন নিয়ে বিশালগড় বিধানসভা থেকে বিজেপি দলের হয়ে বিধায়ক নির্বাচিত হন। বিধায়ক সুশান্ত দেবের সখের নতুন বিশালগড়ে বিজেপি মন্ডলের নতুন কার্যাললয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হলো এদিন। বিধায়ক সুশান্ত দেবের সঙ্গে হাজির ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন, এই নতুন কার্যালয় থেকে বিশালগড়ের প্রতিটি মানুষের সুখ দুখের খোজ রাখা হবে এবং জনস্বার্থে নতুন কার্যক্রম গ্রহন করা হবে
Recent Comments