প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৪ সেপ্টেম্বর,,
কলকাতা থেকে এসে ত্রিপুরা হয়ে অবৈধভাবে বাংলাদেশে ঢুকতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক বাংলাদেশী যুবতী। আটক করা হয়েছে ভারতের কলকাতার এক মহিলাকে। এই ঘটনা মঙ্গলবার রাতে বিশালগড় থানা এলাকায়। ঘটনা বিবরণে জানা যায় কলকাতার রিনা দাস বাংলাদেশী যুবতী ফারজানা ইসলামকে অবৈধভাবে ভারতে এনেছিল। পরবর্তীকালে বাংলাদেশের ওই যুবতীকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার রেল পথে তারা ত্রিপুরায় চলে আসেন। ত্রিপুরায় এসে কমলাসাগর সীমান্ত দিয়ে ওই যুবতীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা হয়। বিশালগড় গকুলনগর এলাকায় পুলিশ তাদেরকে ধরে ফেলে। বিশালগড় থানার পুলিশ এই ঘটনায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। বুধবার দুপুরে দুজনকে বিশালগড় আদালতে প্রেরণ করা হবে। বিশালগড় থানার ওসি সনজিৎ সেন জানান তাদের কাছ থেকে চারটি মোবাইল, বাংলাদেশি ১৩৬২ টাকা এবং ২৫০০ ভারতীয় টাকা উদ্ধার হয়েছে।
Recent Comments