ফাহিম আহমেদ ,,বিশালগড়,,২৭ অক্টোবর,,
আবারো নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল বিশালগড় থানার পুলিশ। শুক্রবার বিকেল তিনটা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ ছদ্মবেশে বিশালগড় রাউৎখলা কালী মন্দিরের আশেপাশে উৎ পেতে বসেথাকে। কিছুক্ষণ পর দুই যুবক বাইক এবং মারুতি গাড়ি নিয়ে এসে ব্রাউন সুগার কেনাবেচা করার সময় পুলিশ তাদেরকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাদের তল্লাশি চালিয়ে ৬ গ্রাম ব্রাউন সুগার সহ ১০০ টি খালি কৌটা এবং নগদ ৯ হাজার পাঁচশ ৬৫ টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। জানা গেছে ধৃত নেশা কারবারিদের নাম অভিজিৎ সাহা ওরফে ভিকি, বাড়ি বিশালগড় রাউৎখলা এলাকায় এবং বিষ্ণু দাস, বাড়ি বিশালগড় নেহাল চন্দ্রনগর। ধৃত অভিজিৎ সাহা ওরফে ভিকি বিশালগড় কুখ্যাত বাইক চোর হিসেবেও পরিচিত রয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে এন ডি পি এস আইনে মামলা নথিভুক্ত করেছে। পুলিশ সূত্রে জানা গেছে শনিবার ধৃতদের বিশালগড় মহকুমা আদালতে হাজির করে তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন জানানো হবে ।
Recent Comments