প্রতিধ্বনি প্রতিনিধ,, বিশালগড়,, ১১ জুলাই,,
আগরতলা সাব্রুম জাতীয় সড়কের বিশালগড়ে যাত্রীবাহী বাস গাড়ির সাথে বাইক এবং স্কুটির সংঘর্ষে মৃত্যু হল দুজনের। আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার বিকেল তিনটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিসের সামনে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ TR031419 নাম্বারের একটি বাস গাড়ি উদয়পুর থেকে আগরতলা যাওয়ার পথে বিশালগড় বিদ্যুৎ অফিসের সামনে দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে TR03H8827 নাম্বারে বাইকে ধাক্কা দেয় । বাইকে ধাক্কা দেওয়ার পর TR01AJ4517 নম্বরের স্কুটিতে ধাক্কা দেয় । দ্রুতগতির বাসের ধাক্কায় বাইক সহ বাইকে থাকা দুই যুবক বাসের নিচে পিষে যায়। ঘটনাস্থলেই বাইক চালকের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা বাইক চালক সহ আহত তিনজনকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে ।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সেখানে দুইজনকে মৃত বলে ঘোষণা করেন। স্কুটি চালকের আঘাতও গুরুতর রয়েছে।খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করে। জানা যায় মৃত দুজনের নাম রাকেশ দেবনাথ ,পিতা জগদ্বীশ দেবনাথ, বাড়ি উদয়পুর, এবং প্রণব দাস, পিতা যুবরাজ দাস ।বাড়ি ফোটামাটি লক্ষ্মীপুর ,থানা আর কে পুর। আহত স্কুটি চালকের নাম প্রসেনজিৎ ভৌমিক পিতার নাম পরেশ ভৌমিক বাড়ি চড়িলাম ছেচুড়িমাইল এলাকায়। আহত স্কুটি চালককে আগরতলা হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিশ ঘাতক বাস সহ বাইক,স্কুটি আটক করে থানায় নিয়ে গেছে।
Recent Comments