প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩১ জুলাই,,
বিদ্যুৎ ট্রান্সফরমারে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবার বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আগরতলার প্রধান ডাকঘর। পোস্ট অফিস চৌমুনিতে ভারতীয় ডাকঘরের সদর কার্যালয়ে দুপুরে বিদ্যুৎ ট্রান্সফরারে বিকট শব্দে আগুন লেগে যায়। পোস্ট অফিসের কর্মীরা ওই সময় অভ্যন্তরীণ কাজে ব্যস্ত ছিলেন। বিকট শব্দে বের হয়ে তারা আগুন দেখতে পান। সবাই ছোটাছুটি করে তাদের অফিসে থাকা অগ্নি নির্বাপক সরঞ্জাম দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকল বিভাগে। শহরের ব্যস্ততম জায়গাতে এই ধরনের ঘটনায় আশেপাশের লোকেদের মধ্যেও ছোটাছুটি শুরু হয়। তবে কিছুক্ষণের মধ্যেই পোস্ট অফিসের কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
এর মধ্যে ছুটে আসেন দমকল কর্মী এবং বিদ্যুৎ নিগমের কর্মীরা। তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার ফলে ভয়ানক ক্ষতির হাত থেকে ফল পেতে রক্ষা পেয়েছে প্রধান ডাকঘর সহ রাজধানীর ব্যস্ততম এই এলাকাটি।
Recent Comments