সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২৯ নভেম্বর,,
আগরতলা শহরে মশার উপদ্রব এবং পুর নিগম এলাকায় নাগরিক জীবনের নিত্যদিনের সমস্যা সমাধানে পুর নিগমের সহকারি কমিশনারের কাছে ডেপুটেশন দিল সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটি। সিপিআইএম নেতা অমল চক্রবর্তীর নেতৃত্বে নাগরিকদের একাংশ এদিন আশ্রম চৌমুনি স্থিত আগরতলা পুর নিগমের পূর্ব জোনাল অফিসে জান। সেখানে এক প্রতিনিধিদল সহকারী কমিশনারের কাছে দাবি সনদ তুলে দেন।
সিপিআইএম নেতা অমল চক্রবর্তী বলেন বিজেপি প্রথমে বলেছিল আগরতলা পুর নিগম তাদের অধীনে গেলে “ট্রিপল ইঞ্জিন সরকার” চলবে। কিন্তু সেই “ট্রিপল ইঞ্জিন সরকার” নাগরিকদের কাছে এখন “ট্রাবল ইঞ্জিন সরকার” হয়ে গেছে। আগরতলা শহরে মশার উৎপাতে নাগরিক জীবন অতিষ্ঠ হয়ে গেছে। নিয়মিত পরিষ্কার হচ্ছে না শহরের প্রয়-প্রণালী।
ছয় মাস পর পর একবার নর্দমা পরিষ্কার হলেও আবর্জনা রাস্তার পাশে ফেলে রাখা হচ্ছে। সঠিকভাবে এগুলো পরিষ্কার হচ্ছে না। রাজধানীর বিভিন্ন অলি গলিতে রাতে জ্বলছে না রাস্তার লাইটগুলো। স্ট্রীট লাইটৈর অভাবে শহরের অন্ধকার গলিতে বাড়ছে চুরি এবং অন্যান্য অপরাধের ঘটনা। নাগরিকদের সমস্যা নিরসনে রাজ্য সরকার কিংবা পুর নিগম কর্তৃপক্ষ কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন না। মেয়র থেকে শুরু করে পুর কর্পোরেটর শুধুমাত্র নিজেদের ছবি সহ ফ্লেক্স ফেস্টুন লাগিয়ে প্রচারে ব্যস্ত রয়েছেন। সিপিআইএম নেতা অমল চক্রবর্তী এই সমস্যার সমাধানে নাগরিকদের প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।
Recent Comments