সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২৪ অক্টোবর,,,
বিজয়া দশমীর সকালে নিজের অভিনব কর্মসূচির মধ্য দিয়ে সামাজিকতার নতুন নজির তৈরি করলেন আগরতলা পুর নীগমের মেয়র ইন কাউন্সিলর তথা ৩৭ নম্বর পুর ওয়ার্ডের কাউন্সিলর বাপি দাস। কাউন্সিলর বাপি দাস নিজের ওয়ার্ড এলাকার সাফাই কর্মীদের মধ্যে বিজয়া দশমী উপলক্ষে মাংস বিতরণ করেন। দশমীর সকালে তিনি প্রায় শতাধিক সাফাই কর্মীর মধ্যে পর্যাপ্ত পরিমাণ মোরগের মাংস প্যাকেট করে বিলি করেছেন। এই বিষয়ে কাউন্সিলর বাপি দাস বলেন শান্তিপূর্ণ দুর্গোৎসবকে স্বচ্ছ এবং পরিষ্কার রাখতে অক্লান্ত পরিশ্রম করেছেন সাফাই কর্মীরা। তারা উৎসবের সৌন্দর্য রক্ষার পাশাপাশি পরিবেশবান্ধব হিসেবে কাজ করছেন। তাই বিজয়া দশমীর পূর্ণ লগ্নে তাদের কাজের সম্মান জানানোর অঙ্গ হিসেবেই তাদেরকে পরিবার নিয়ে খাওয়া-দাওয়ার জন্য মাংস তুলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত দূর্গা পূজার দিনগুলিতে এবং বছরের বিভিন্ন সময় কাউন্সিলর বাপি দাস নিজের ওয়ার্ড এলাকা সহ পুর নীগম এলাকায় বিভিন্ন সামাজিক এবং মানবিক কর্মসূচি পালন করে থাকেন। নিজের সামাজিক কর্মসূচির জন্য রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে তিনি একজন সমাজসেবী হিসেবেও সাধারণ মানুষের কাছে বিশেষভাবে পরিচিত রয়েছেন ।
Recent Comments