প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২২ মার্চ,,
ত্রিপুরায় ব্যবসা করতে রাজ্য এলেন রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কয়েকজন আধিকারিক সহ এক প্রতিনিধিদল। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে রিলায়েন্স গ্রুপের হেড মুকেশ আম্বানির পরামর্শ অনুযায়ী প্রতিনিধি দলটি ত্রিপুরায় ব্যবসার ক্ষেত্র দেখতে এসেছেন বলে জানা গেছে। এই প্রতিনিধি দলে রয়েছেন রিলায়েন্স জিও-র নর্থ ইস্টার্ন জোনের বিজনেস হেড’সহ কয়েকজন। রিলায়েন্স ত্রিপুরায় আইটি এবং আইটি-সক্ষম সেবা, ডেটা সেন্টার, প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, সার উৎপাদন, পেট্রোলিয়াম, বাঁশ থেকে এথানল উৎপাদন, রাবার কাঠের আসবাবপত্র, কৃষি-খাদ্য প্রক্রিয়াকরণ এবং পর্যটন খাতে বিনিয়োগ করতে পারি বলে সূত্রের দাবি। রিলায়েন্স গ্রুপের এই প্রতিনিধি দলকে রাজ্যে স্বাগত জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী উনার কার্যালয়ে রিলায়েন্স গ্রুপের প্রতিনিধি দলের সাথে বিশেষ আলোচনা বৈঠক করেন।

প্রসঙ্গত ইতিপূর্বে মুম্বাইয়ে রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানির সাথে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। সেই সাক্ষাতে মুখ্যমন্ত্রী মুকেশ আম্বানিকে আমন্ত্রণ জানিয়েছিলেন আগরতলায় ব্যবসা করার জন্য এবং বিকশিত ত্রিপুরার সাথে যুক্ত হওয়ার জন্য। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার আমন্ত্রণে সারা দিয়ে মুকেশ আম্বানি ত্রিপুরায় ব্যবসা বিস্তার করতে চাইছেন বলে প্রাথমিকভাবে সম্ভাবনা দেখা যাচ্ছে।
Recent Comments