প্রতিধ্বনি প্রতিনিধি,,কৈলাশহর,,৭ জানুয়ারি,,
মঙ্গলবার দিন দুপুরে বাংলাদেশের বর্ডার গার্ড দের সামনেই সীমান্ত এলাকায় প্রহরারত বিএসএফ জোয়ানদের উপর হামলার চেষ্টা করল একদল বাংলাদেশী। দা, কুড়াল , লাঠি নিয়ে হামলা করে জোর করে এক বিএসএফ জোয়ানের হাতিয়ার ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে। ধারালো কুড়াল দিয়ে হামলার চেষ্টা হয় এক বিএসএফ জোয়ানের উপর। চাঞ্চল্যকর এই ঘটনা ভারতের ত্রিপুরা কৈলাশহর মাগুরুলী গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ৪৭ নম্বর পিলারের কাছে। পরে বিএসএফের প্রতিরোধের মুখে বাংলাদেশীরা পালিয়ে যেতে বাধ্য হয়।
(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)
ঘটনার বিবরণের জানা গেছে মাগুরুলী গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশের কয়েকজন পাচারকারী বিড়ি পাচারের চেষ্টা করে। সেই সময় টহলরত দুই বিএসএফ জোয়ান বিড়ি পাচারকারীদের বাধা দেয়। এতেই পাচারকারীরা একসঙ্গে জড়ো হয়ে বিএসএফ জোয়ানদের উপর হামলা করে। বিএসএফ জোয়ানদের বিরুদ্ধে গুলি করার মিথ্যা অভিযোগ নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে এবং তাদের হাত থেকে হাতিয়ার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেই সময় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর দুইজন সেখানে উপস্থিত থাকলেও তারা হামলাকারী বাংলাদেশীদের আটকাতে তেমন কোন ভূমিকা নেয়নি। তবে একজন বিডিআর জোয়ানকে বাংলাদেশী হামলাকারীদের হাত থেকে এক বিএসএফ জোয়ানকে রক্ষা করতে দেখা গেছে। ঘটনাস্থলে ভারতীয় দুই জোয়ান অত্যন্ত ধৈর্য এবং সাহসিকতার সাথে পরিস্থিতি সামাল দেন। পরবর্তীকালে খবর পেয়ে একাধিক বিএসএফ জোয়ান এবং আধিকারিক ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রনে নেন। বি এস এফ জোয়ানদের দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে বাধ্য হয় বাংলাদেশি হামলাকারীরা। সেই ঘটনার কিছু ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে বিএসএফ জওয়ানদের উপর বাংলাদেশীদের হামলার ঘটনায় ভারতীয় নাগরিক মহলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে।
Recent Comments