সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২০ নভেম্বর,,
তথ্যসংস্কৃতি দপ্তরের এক সরকারি কর্মচারীর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। মৃত ব্যক্তির নাম দেবজ্যোতি দেবনাথ (৩১)। তার বাড়ি খয়েরপুর পূর্ব চাম্পামুড়া নাথ পাড়াতে। সোমবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়েছে বাড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে গান্ধীগ্রামে । সেখানেই রাস্তার পাশে পাওয়া গেছে তার ব্যবহৃত বাইক। গান্ধীগ্রাম এলাকায় রাস্তার পাশে গাছের সঙ্গে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের লোকেদের অভিযোগ কেউ তাকে খুন করে দেহ গাছের সঙ্গে ঝুলিয়েছিল। পরিবারের সদস্যদের অভিযোগ দেবজ্যোতি দেবনাথ কয়েক লক্ষ টাকা কয়েকজনের কাছ থেকে ধার নিয়েছিল। সেই ধারের টাকাটা দিতে পারছিল না বলে কয়েকজন তার ওপর ক্ষুব্ধ ছিল। যাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন তারাই তাকে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে খুনের একাধিক তথ্যপ্রমাণ রয়েছে বলেও দাবি মৃতের পরিবারের লোকেদের। পুলিশ প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর খুন নাকি আত্মহত্যা তানিয়া স্পষ্ট করে কিছু জানা যাবে বলে পুলিশের বিবরণ।
Recent Comments