Monday, December 23, 2024
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবরবাংলাদেশের বিজয় দিবসে আগরতলার বাংলাদেশ সহকারি হাই কমিশনের অফিসে পতাকা উত্তোলন,

বাংলাদেশের বিজয় দিবসে আগরতলার বাংলাদেশ সহকারি হাই কমিশনের অফিসে পতাকা উত্তোলন,

আগরতলা: শনিবার ১৬ই ডিসেম্বর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বিজয় দিবস। প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদার সঙ্গে আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসে পালিত হলো বাংলাদেশের বিজয় দিবস। এদিনের অনুষ্ঠানে সহকারী হাই কমিশন প্রাঙ্গনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল। জাতীয় পতাকা উত্তোলনের পর বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রেরিত লিখিত ভাষণ পাঠ করা হয়।পরে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরনে বিশেষ প্রার্থনা করা হয়। এরপর বিজয় দিবস উপলক্ষে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। জাতীয় স্মৃতিসৌধ ও বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয় । মুক্তিযুদ্ধের শহীদদের স্মরনে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সকলে। বিজয় দিবস উপলক্ষে আলোচনা চক্রের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকারের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রাপ্ত আওয়াল মিঞা, শাহাজান ভুইয়া, হিমায়েত উদ্দীন কালাম, ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ রেবতী মোহন দাস, ত্রিপুরা রাজ্য থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং মুক্তিযুদ্ধ সম্মাননা প্রাপ্ত অধ্যাপক মিহির দেব, মুক্তিযুদ্ধ সম্মাননা প্রাপ্ত সাংবাদিক স্বপন ভট্টাচার্য প্রমূখ। তারা বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশাপাশি ভারতীয় বীর শহীদ জওয়ানদের স্মরণ করেন। সব শেষে স্থানীয় শিল্পীদের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments