Sunday, December 22, 2024
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবরবহুরূপে বহুক্ষণে নারী; ডাঃ এস এম আলীর চিত্র প্রদর্শনী সিটি সেন্টারে।

বহুরূপে বহুক্ষণে নারী; ডাঃ এস এম আলীর চিত্র প্রদর্শনী সিটি সেন্টারে।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,১৫ ডিসেম্বর,,

“বহুরূপে বহুক্ষণে নারী” শীর্ষক ৩ দিনব্যাপী বিশেষ চিত্র প্রদর্শনী সমাপ্ত হল রবিবার সিটি সেন্টার আর্ট গ্যালারিতে। এই প্রদর্শনীর আয়োজন করেছিলেন রাজ্যের অবসরপ্রাপ্ত ডাক্তার এসএম আলী । প্রদর্শনীতে ডাক্তার আলী সাহেবের ছাত্র জীবনে আঁকা ৮৪ টি ছবি প্রদর্শিত হয়েছে। প্রত্যেকটি ছবিতেই সমাজের বিভিন্ন স্তরে নারীদের অবস্থান নিজের শৈল্পিক ভাবনায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ডাক্তার তিনি। সাধারণ মার্কার পেন এবং সাদা কাগজের উপর চিত্রিত তার প্রতিটি ছবিতে অদ্ভুত শৈল্পিক ছোঁয়া এবং গভীর মর্ম কথা রয়েছে। অত্যন্ত অনাড়ম্ভরভাবে আয়োজিত এই চিত্র প্রদর্শনীতে যারাই গেছেন তারা ডাক্তারবাবুর শৈল্পিক ভাবনায় রীতিমত মুগ্ধ হয়েছেন। আলী সাহেব জানান সবগুলো ছবিই অন্তত ৪০-৫০ বছর আগের। ছাত্র জীবনে এবং কর্মজীবনের শুরুতে অবসর সময়ে তিনি এই ছবিগুলি এঁকেছিলেন।

ছবি: ডাক্তার এস এম আলীর প্রদর্শনীর একাংশ ছবি

দীর্ঘদিন ছবিগুলি বাড়িতে সংরক্ষিত ছিল। তার দুই মেয়ে তাকে অনুপ্রাণিত করে এই ছবিগুলো নিয়ে একটি প্রদর্শণীর আয়োজন করার। মেয়ের অনুপ্রেরণায় ঘরের এক কোণে রেখে দেওয়া যৌবনের নারী ভাবনা নিয়ে চিত্রায়িত ছবিগুলি নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেন। প্রদর্শনীতে শিল্প অনুরাগীদের আকর্ষণ দেখে তিনি মুগ্ধ হয়েছেন। আগামী দিনে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে বৃহৎ পরিসরে তিনি চিত্র প্রদর্শনীর আয়োজন করতে পারেন বলে প্রতিবেদককে জানিয়েছেন। প্রসঙ্গত ডাঃ এসএম আলী রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের একজন চিকিৎসক ছিলেন। তিনি দীর্ঘদিন এন ও এইচ এম-র ত্রিপুরা শাখার নোডাল অফিসার ছিলেন। ২০১৪ সালে তিনি অবসর গ্রহণ করেন।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments