Monday, June 30, 2025
Google search engine
Homeজাতীয় খবরবহিরাজ্যে পাচারের পথে চুড়াইবাড়িতে আটক ৫০ লক্ষ টাকার গাঁজা, ধৃত এক মাদক...

বহিরাজ্যে পাচারের পথে চুড়াইবাড়িতে আটক ৫০ লক্ষ টাকার গাঁজা, ধৃত এক মাদক কারবারি।

সংবাদ প্রতিনিধি,, ধর্মনগর,,২৬ ডিসেম্বর,,
আগরতলা থেকে গুহাটি গামী লরিতে তল্লাশি চালিয়ে ৫০ লক্ষ টাকার শুকনো গাঁজা উদ্ধার করল চুড়াইবাড়ি থানার পুলিশ। মঙ্গলবার সকাল এগারোটায় গোপন খবরের ভিত্তিতে রাজ্য সীমান্তের চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে পুলিশ TR-01-A-1928 নম্বরের একটি বারো চাকার লরি আটক করে। লরির বিভিন্ন গোপন চেম্বার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ শুকনো গাঁজা। পুলিশ আটক করে লরির মালিক সুরজিৎ মজুমদারকে। ধৃতের বাড়ি আগরতলা সংলগ্ন নরসিংগড় এলাকায়। পুলিশ সূত্রের দাবি সুরজিৎ মজুমদার মাদক কারবারের সাথে জড়িত।

জেলা পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তীর উপস্থিতিতে আটক করা লরি থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ওজনের ৪৭ টি প্যাকেটে মোট ২৫০ কেজি শুকনো গাঁজা। এসব গাঁজার আনুমানিক বাজার মূল্য ৫০লক্ষ টাকা । জেলা পুলিশ সুপার শ্রী চক্রবর্তী আরো জানান এই ঘটনায় এমবিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে ।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments