প্রতিধ্বনি প্রতিনিধি,, ধর্মনগর,, ৭ জুন,,
ত্রিপুরা থেকে পাচারকালে ফের চুড়াইবাড়ি সীমান্তে উদ্ধার হল বিপুল পরিমাণে শুকনো গাঁজা। বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলা থেকে আসামগামী একটি কন্টেনের গাড়ির চালকের মাথার উপর গোপন চেম্বার থেকে গাঁজার প্যাকেট উদ্ধার হয়েছে। চুড়াইবাড়ি থানার ওসি সমরেশ দাসের নেতৃত্বে পুলিশ এই সফল অভিযান করে। ঘটনার বিবরণ দিতে গিয়ে এসডিপিও দেবাশীষ সাহা জানান চুড়াইবাড়ি থানার রুটিন তল্লাশিতে অর্ধ গাঁজা বোঝাই গাড়িটি আটক করা হয়েছিল। সেখানে যানজট থাকায় সুযোগ বুঝে গাড়ি চালক পালিয়ে যায়।
পরবর্তীকালে পুলিশ WB73D-5911 নম্বরের দশ চাকার গাড়ির ভেতর থেকে ৩৫ টি প্যাকেটে মোট ২৭৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য ৫০ লক্ষ টাকা বলে পুলিশের দাবি। পুলিশ এই ঘটনায় এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এই অভিযানে চুড়াইবাড়ি থানার ওসি সমরেশ দাস ও মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা ছাড়াও ডিসিএম জিনিয়াস দেববর্মা উপস্থিত ছিলেন।
Recent Comments