প্রতিধ্বনি প্রতিনিধি,, বিলোনিয়া,, ২৯ আগস্ট,,
বন্যা বিধ্বস্ত ত্রিপুরা পরিদর্শনে এলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। বৃহস্পতিবার এই কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা পৌঁছান দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়াতে। কেন্দ্রীয় প্রতিনিধি দলে ছিলেন বিসি জোশি, জিন্টু দাস ও উমেশ কুমার রাম সহ অন্যান্যরা। সকাল সাড়ে এগারোটা নাগাদ সার্কিট হাউসের কনফারেন্স হলে আলোচনা বৈঠক করেন। পরবর্তীকালে জেলার বন্যা বিধ্বস্ত ক্ষতিগ্রস্ত এলাকা সহ বিদ্যুৎ, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, স্কুল ব্লিডিং ,অঙ্গনওয়াড়ি সেন্টার, রাস্তাঘাট, বাড়িঘর, ব্রীজ, কৃষি, মৎস ক্ষতির তথ্য চিত্র তুলে ধরে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সাথে আলোচনা করেন জেলা শাসক স্মিতা মল এম এস। তারা বিভিন্ন এলাকায় গিয়ে পরিদর্শন করেন এবং ক্ষয়ক্ষতির পর্যবেক্ষণ করেন।
এদিন তারা বিলোনিয়া মুহুরী নদী, নন্দীপাড়া , মাইছড়া, জীবতলী ,মেরুন টিলা, পশ্চিম কলাবাড়িয়া সহ বিলোনিয়া ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সংলগ্ন রতন মনি ব্রীজ পরিদর্শন করেন। বিলোনিয়ার পরে তারা শান্তির বাজার, সাব্রুম মহকুমার উদ্দেশ্যে রওনা দেন। রাজ্যের বন্যা ক্ষতিগ্রস্ত নাগরিকরা যাতে দ্রুত সাহায্য পেতে পারে তার জন্য তারা স্থানীয় প্রশাসনের আধিকারিকদের সাথে কথা বলে দ্রুত ক্ষয়ক্ষতির তত্ত্ব তুলে ধরতে চাইছেন বলে খবর।
Recent Comments