প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১০ সেপ্টেম্বর,,
বন্যা দুর্গত ত্রিপুরায় দুর্গোৎসবে পূজার চাঁদা নিয়ে জোর জবরদস্তি না করতে উদ্যোক্তাদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। একইভাবে পূজার বাজেট কমিয়ে দুর্গতদের সাহায্যে সামাজিক কর্মকান্ডে গুরুত্ব দিতে মুখ্যমন্ত্রী আবেদন রেখেছেন।
মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন “রাজ্যে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ব্যাপক স্তরে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ নাগরিক, ব্যাহত হয়েছে অর্থনীতি। এই পরিস্থিতি থেকে পুনরুদ্ধারের প্রচেষ্টায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে রাজ্য সরকার। এমতাবস্থায় আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে রাজ্যের সকল ক্লাব কতৃপক্ষ ও পুজো উদ্যোক্তাদের মানবিক দৃষ্টিকোণ রেখে চাঁদা সংগ্রহ করার আহ্বান রাখছি। পাশাপাশি পুজোর বাজেট কিছুটা কমিয়ে বন্যার্তদের জন্য সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসার অনুরোধ রাখছি।”একইভাবে যানবাহন থামিয়ে চাঁদা আদায় থেকে বিরত থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী। পুলিশকেও এই বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। পূজা উদ্যোক্তারা মুখ্যমন্ত্রীর এই আবেদন এবং নির্দেশ কতটা পালন করতে পারেন তাই দেখার।
Recent Comments