প্রতিধ্বনি প্রতিনিধি,,আগরতলা,, ১ সেপ্টেম্বর,,
বর্তমান প্রাকৃতিক দুর্যোগের সময়ে রাজ্যবাসীর স্বার্থে এগিয়ে আসলো ত্রিপুরা রাজ্যের ওয়েব মিডিয়ার সংগঠন “ওয়েব মিডিয়া ফোরাম।” ওয়েব মিডিয়া ফোরামের পক্ষ থেকে বন্যা দুর্গতদের সাহায্যার্থে সাধ্যমত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে ওয়েব মিডিয়া ফোরামের সাধারণ সম্পাদক অভিষেক দে-র নেতৃত্বে নয় সদস্য বিশিষ্ট এক প্রতিনিধি দল ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: (প্রফেসর) মানিক সাহার সরকারি বাসভবনে গিয়ে উনার হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দেন। ওয়েব মিডিয়া ফোরামের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীকে পুষ্প স্তবকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এদিকে সামাজিক দৃষ্টিকোণ থেকে প্রথম সারির যোদ্ধা হয়েও ওয়েব মিডিয়া ফোরামের সদস্য বৃন্দের এই ধরনের সামাজিক কর্মকান্ডে এগিয়ে এসেছেন বলে মুখ্যমন্ত্রী ডা: (প্রফেসর) মানিক সাহা ফোরামের প্রত্যেক সদস্যের ভূমিকার ভূয়ষী প্রশংসা করে ধন্যবাদ জানান। সংগঠনের সম্পাদক অভিষেক দে এক প্রেস বিবৃতিতে এই বিষয়টি জানিয়েছেন।
Recent Comments