Tuesday, July 1, 2025
Google search engine
Homeজাতীয় খবরবন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যের ৪৬৯৩ কিলোমিটার রাস্তা: বিধানসভায় জানালেন মন্ত্রী।

বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যের ৪৬৯৩ কিলোমিটার রাস্তা: বিধানসভায় জানালেন মন্ত্রী।

আগরতলা,,৬ সেপ্টেম্বর,,

রাজ্যে সাম্প্রতিক বন্যায় ৪,৬৯৩ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলি সারাইয়ের জন্য প্রায় ১,৯০০ কোটি টাকা প্রয়োজন। জরুরি ভিত্তিতে এই রাস্তাগুলো সংস্কারের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের জনস্বার্থে আনা জরুরি বিষয় ‘ধর্মনগর থেকে সাব্রুম সমেত সমগ্র ত্রিপুরায় রাস্তার অচল অবস্থা’ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে পূর্তদপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। আলোচনায় পূর্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বর্তমান সরকারের আমলে রাজ্যে যেমন জাতীয় সড়কের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তার সাথে সাথে অন্যান্য রাস্তার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। রাজ্যে বর্তমানে ১৪,৮৫৮.৩১ কিলোমিটার রাস্তা রয়েছে। সংশ্লিষ্ট দপ্তর এই রাস্তাগুলি চলাচলের উপযোগী রাখার জন্য সারা বছরই কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, গত বাজেটে রাজ্যের প্রতিটি বিধানসভা ক্ষেত্রের বিভিন্ন রাস্তা জরুরি ভিত্তিতে সংস্কারের লক্ষ্যে বছরে ৩০ কোটি টাকা রাখা হয়েছে। এই আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী, বিধায়ক স্বপ্না দেববর্মা, দিপঙ্কর সেন, বিশ্বজিৎ কলই, তফাজ্বল হোসেইন, ফিলিপ কুমার রিয়াং, পাঠানলাল জমাতিয়া, নির্মল বিশ্বাস, জিতেন্দ্র মজুমদার, শম্ভুলাল চাকমা।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments