বনদপ্তরের কর্মীদের সাফল্য! বিশালগড়ে উদ্ধার আড়াই লক্ষ টাকার চোরাই কাঠ।

সংবাদ প্রতিনিধি,, বিশালগড়,, ৬ মার্চ ,, বিশালগড় কৈয়াডেপা এলাকায় বনকর্মীদের হাতে উদ্ধার হল আড়াই লক্ষ টাকার সেগুন গাছের লগ। গোপন খবরের ভিত্তিতে চড়িলাম রেঞ্জ অফিসের রেঞ্জার বিজয় শীলের নেতৃত্বে বনকর্মীরা এই অভিযান করে। যদিও বন কর্মীরা কাউকে গ্রেফতার করতে পারেনি। বন কর্মীদের দাবি বনদস্যুরা গাড়ি বুঝাই গাছের লগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বনকর্মীরাও বনদস্যুদের … Continue reading বনদপ্তরের কর্মীদের সাফল্য! বিশালগড়ে উদ্ধার আড়াই লক্ষ টাকার চোরাই কাঠ।