বক্সনগর,, ৩১ জানুয়ারি,,
সোনামুড়া মহকুমার প্রত্বন্ত এলাকা কমলনগর এটি বক্সনগর বিধানসভার মধ্যেবর্তি স্তানে অবস্থিত। এলাকার যুব সমাজকে প্রাধান্য দিয়ে এলাকার যুব আইকন মোহাম্মদ জুয়েল বিভিন্ন সামাজিক কাজে সাধারণ মানুষের পাশে প্রায় সময়ই থাকেন এটা আমরা লক্ষ করতে পাই।আজ তারই অনুরুপ এলাকার এক গরিব কৃষক এর একটি জমি জুয়েল এর নেতৃত্বে রুপন করে দেন এবং ঐ চাষীকে আর্থিক ভাবে সাহায্য করেন।এলাকার অনেক গরিব পরিবারে ছেলে মেয়েদেরকে কে পড়ালেখা করতে জুয়েল আর্থিক ভাবে সাহায্য করেন।কমলনগর এলাকার এক কৃষক এক বিড়ল প্রজাতির কূল বড়ই চাষ করে স্বনির্ভর হন।এক উন্নত প্রজাতির কূল বড়ই চাষ করেন যা এলাকার মধ্যে তাক লাগিয়ে দেন এই বড়ই স্বাদে খুব মিস্টি গত এক সপ্তাহ থেকে কৃষক বাজারে তার এই বড়ই বিক্রি করছেন।এই বড়ই চাষীকেও জুয়েল সামাজিক ও আর্থিক ভাবে সাহায্য করেন।মোট কথা সোনামুড়া মহকুমা এলাকার ছেলে জুয়েল সামাজিক কাজ করে আজ আলোচনার শীর্ষে।
Recent Comments