প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,১৬ অক্টোবর,,
সাংবাদিকতার কাজ শেষ করে বাড়ি ফেরার পথে চিহ্নিত সমাজদ্রোহীদের দ্বারা হামলার শিকার হলেন বক্সনগরের বিশিষ্ট সাংবাদিক মুমিনুল হক। এই ঘটনা বুধবার ১৫ই সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ। আক্রান্ত সাংবাদিক মুমিনুল হকের অভিযোগ অনুযায়ী প্রতিদিনের মতো নিজের সাংবাদিকতার কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন তখনই বক্সনগর খেলার মাঠের পাশে তার ওপর হামলা হয়। এলাকার চিহ্নিত সমাজদ্রোহী জাকির হোসেন, জনি আহমেদ, ইয়াসিন মিয়া তাকে রাস্তায় আটক করে কিল চর ঘুসি এবং লাঠি নিয়ে মারধর করে এবং পিস্তল উঠিয়ে হত্যার হুমকি দেয়। পরে আশেপাশের বাড়ি ঘরের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তীকালে উপস্থিত লোকজন সাংবাদিককে উদ্ধার করে প্রথমে বক্সনগর এবং ত্রিপুরা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। মুমিনুল হক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সহ শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক মহলে প্রতিবাদী শুরু হয়েছে। প্রসঙ্গত সাংবাদিক মুমিনুল হক নিউজ ত্রিপুরা ২৪ এবং আমাদের নর্থইস্ট প্রতিধ্বনির সাংবাদিক। পুলিশ এই ঘটনায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে ।
Recent Comments